দীর্ঘ সময় পর দেশের উভয় পুঁজিবাজারে টাকার অংকে লেনদেন তালিকায় আধিপত্য বিস্তার করেছে বেক্সিমকো লিমিটেড এবং এ গ্রুপের অন্য কোম্পানিগুলো। দিনের শেষ ভাগে বেক্সিমকো লিমিটেড এবং এ গ্রুপের অপর প্রতিষ্ঠানগুলোর শেয়ারের চাহিদা বেড়ে যাওয়ায় সেগুলো হল্টট্রেড হয়ে যায়। তবে বেক্সিমকো সিনথেটিক্সের শেয়ার দিনের শুরু থেকে হল্টট্রেড হয়ে থাকে। ডিসেম্বরে আর্থিক বছর শেষ হওয়ার কারণে ভালো ডিভিডেন্ডের প্রত্যাশায় এসব শেয়ারের প্রতি আগ্রহ বাড়ছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
আজ বুধবার ডিএসইতে লেনদেন তালিকার শীর্ষস্থান দখল করেছে বেক্সিমকো লিমিটেড। ডিএসই’র সাধারণ সূচকে এ কোম্পানির অবদান ৫ শতাংশ। এছাড়া টাকার অংকে মোট লেনদেনের প্রায় ৯ শতাংশ হয়েছে বেক্সিমকো লিমিটেডের। পূর্বে প্রায়ই সময়ই বেক্সিমকো লিমিটেডকে এ তালিকায় দেখা গেলেও দীর্ঘ বিরতির পর পুনরায় টার্নওভার তালিকায় ঠাঁই করে নিয়েছে এ কোম্পানি।
বাজার বিশ্লেষণে দেখা যায়, দিন শেষে ডিএসইতে বেক্সিমকো লিমিটেডের ২২ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এছাড়া চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৫ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ শেয়ারের দর ৫৪ টাকা থেকে ৫৯.৪ টাকার মধ্যে ওঠানামা করে এবং ৩৯ লাখ ৪৩ হাজার শেয়ার ৬ হাজার ৫১২ বার হাতবদল হয়।
টার্নওভার তালিকায় রয়েছে বেক্সিমকো ফার্মা। এ কোম্পানির ৬ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। শেয়ার দর ৫২ টাকা থেকে ৫৪.৩০ টাকার মধ্যে ওঠানামা করে। মোট ১১ লাখ ৬২ হাজার ১০০টি শেয়ার ১ হাজার ৬৫৭ বার হাতবদল হয়।
তালিকায় রয়েছে বেক্সিমকো গ্রুপের বেক্সিমকো সিনথেটিক্স। এ কোম্পানির ৪ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। শেয়ার দর ২২.৪০ টাকা থেকে ২৪.৬০ টাকার মধ্যে ওঠানামা করে। মোট ১৭ লাখ ৭৪ হাজার ৮০০টি শেয়ার ১ হাজার ৮২৮ বার হাতবদল হয়।
No comments:
Post a Comment
!!! Thank You !!!