পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (এসইসি) দেয়া বিশেষ ক্ষমতা শিগগিরই চূড়ান্ত রূপ পেতে যাচ্ছে। ইতিমধ্যে সংসদে পাশ হওয়া সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন’১২ (সংশোধন) আইনটি গেজেট আকারে প্রকাশের জন্য বিজি প্রেসে পাঠানো হয়েছে। আগামী সপ্তাহের মধ্যেই এ গেজেট প্রকাশ হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, চলতি বছরের ২৭ নভেম্বর জাতীয় সংসদে সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন’১২ (সংশোধন) বিলটি কণ্ঠভোটে পাশ হয়। এর মাধ্যমে এসইসি ব্যাংক হিসাব তলবের ক্ষমতা পাবে। এছাড়া কমিশনে কর্মরত যে কেউ পুঁজিবাজার সংক্রান্ত কোনো তথ্য ফাঁস করলে তাদের বিরুদ্ধে এসইসি শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারবে। এজন্য ৫ বছর জেল এবং ৫ লাখ টাকা জরিমানা কিংবা উভয় দন্ডে দন্ডিত করতে পারবে এসইসি।
তবে বিলটি গেজেট আকারে প্রকাশ না হওয়ার কারণে এসইসি এ ক্ষমতা প্রয়োগ করতে পারছে না। গেজেট প্রকাশের পর এসইসিকে দেয়া ক্ষমতা চূড়ান্ত রূপ পাবে।
জানা গেছে, বর্তমানে ব্যাংক হিসাব তলবের ক্ষমতা কেন্দ্রীয় ব্যাংক, দুর্নীতি দমন কমিশন এবং আদালতের এখতিয়ারে রয়েছে। গত ২৭ নভেম্বর সংসদে পাশ হওয়া আইনটি গেজেট আকারে প্রকাশের পর একই ক্ষমতার অধিকারী হবে এসইসি। একই সঙ্গে এসইসির নাম বদলে হবে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অব বাংলাদেশ (এসইসিবি)। কমিশনের সদস্যরা কমিশনার হিসেবে বিবেচিত হবেন। চেয়ারম্যান ও সদস্যদের মেয়াদ হবে ৪ বছর।
গেজেট প্রকাশের জন্য বিজি প্রেসে পাঠানো আইনের ১৪ দফায় বলা হয়েছে, অনিয়মের অভিযোগে কমিশন কোনো কোম্পানিকে জরিমানা করলে কোম্পানি কমিশনের বিরুদ্ধে মামলা করতে পারবে। তবে জরিমানা করা অর্থের ১৫ শতাংশ কমিশনের তহবিলে জমা দিয়ে মামলা করতে হবে।
পাশাপাশি আইনের গেজেট প্রকাশের পর কমিশনের সাবেক ও বর্তমান চেয়ারম্যান, কমিশনার, কর্মকর্তা ও কর্মচারীরা কমিশনের অনুমতি ছাড়া কোনো গোপনীয় তথ্য প্রকাশ করতে পারবে না। যদি কেউ এ আইন লঙ্ঘন করেন তবে সর্বোচ্চ ৫ বছরের কারাদ- অথবা ৫ লাখ টাকা জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডিত হবেন।
যোগাযোগ করা হলে এসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র সাইফুর রহমান শেয়ারনিউজ২৪ডটকমকে বলেন, আইনের গেজেট প্রকাশ করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে মন্ত্রণালয়। ইতিমধ্যে মন্ত্রণালয় আইনের গেজেট প্রকাশের জন্য বিজি প্রেসে পাঠিয়েছে এ তথ্য আমরা পেয়েছি। তবে কবে নাগাদ গেজেট প্রকাশ হবে তা জানা যায়নি।
No comments:
Post a Comment
!!! Thank You !!!